জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা মানুষের জন্য বিশেষ বীমা প্রকল্প চালু জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর বিআইসিসিতে ১৫-তম আন্তর্জাতিক ক্ষুদ্রবীমা সম্মেলনের উদ্বোধন করে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, প্রকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এসময়, মুনাফার দিকে না তাকিয়ে বীমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগাতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় হাওর অঞ্চলের কৃষকদের জন্য কৃষি বীমা চালুর উদ্যোগ নিয়েছে। বিমা খাতের আধুনিকায়ন ও উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
যমুনা টিভি