মোঃতরিকুল ইসলাম :
বি,বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউপির ভিটি বিশাড়া নয়াপাড়ায় বায়তুন নুর জামে মসজিদের উদ্যেগে গত ১৪ ই মার্চ রাতে মসজিদ ময়দানে মোঃ জাহাঙ্গীরআলমের সভাপতিত্বে মোঃতরিকুল ইসলাম তরুন ও মোঃএরশাদুল্লাএরশাদের সার্বিক তত্তাবধায়নে মাও ঃআলআমিন ও মসজিদ খতিব মাওঃ নুরুল ইসলামের পরিচালনায় ১৪ তম বাষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মাহবুবুল আলম চপল,বিশেষ অতিথি ছিলেন রতনপুর ইউপির চেয়ারম্যান জিএস রুহুল আমিন,প্রবাসী ওবায়েদউল্লা, প্রধান বক্তা ছিলেন মাও মশতাক ফয়েজী (নাগাইশ দরবার শরীফ) বিশেষ বক্তা ছিলেন রংপুর বিশ্ব বিদ্যালয়ের মসজিদের খতিব মাওঃ আবদুল্লাআল মাহমুদ,ঘোড়াসাল মাদ্রাসার ভাইস পিন্সিপাল মাওঃমোঃআবুল হাসান।মাহফিলে হাজার হাজার স্রোতার সমাগম ঘটে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন বক্তাগন।