নারায়ণগঞ্জ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন এসপি হারুন

বিদায় বেলায় অঝোরে কাঁদলেন নারায়ণগঞ্জের বিদায়ী পুলিশ সুপার।
অশ্রুসিক্ত নয়নে আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ থেকে বিদায় নিয়েছেন জেলার আলোচিত পুলিশ সুপার হারুন অর রশীদ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে আয়োজিত বিদায়ী সংবর্ধনার মধ্যে দিয়ে আলোচিত এ পুলিশ সদস্যকে বিদায় জানানো হয়।

বিদায়ী এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হারুন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদায়ী পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমালোচিত হয়েছি।‘ তদন্তে সে রহস্য উদঘাটন হবে বলেও জানান হারুন অর রশীদ।

নারায়ণগঞ্জে পুলিশের ইমেজ বৃদ্ধি পেয়েছে জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘আমি এখানে থাকা অবস্থায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কাজ করেছি।‘ আর কাজ করতে গেলে কিছু ভুল থাকতে পারে বলেও মন্তব্য করেন বিদায়ী এ পুলিশ সুপার।

বহুল আলোচিত পুলিশ সুপার হারুন অর রশীদকে নানা অভিযোগের প্রেক্ষিতে ৩রা নভেম্বর নারায়ণগঞ্জ থেকে হেডকোয়ার্টারে বদলি করা হয়। তাকে পুলিশ সদর দপ্তরে টিআর হিসেবে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের আগে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন হারুন অর রশীদ। পরপর তিনবার এসপি হারুন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন।

DBC NEWS

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!