প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মুরাদনগরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আরিফ গাজী :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১০টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আল্লাহু চত্বরে এসে শেষ হয়।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আবুল খায়েরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশের বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম ফারুক রানা,

আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ভিপি জাকির হোসেন, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সোহরাব হোসেন বেলাল, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে প্রস্তুত আছে। এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের শাস্তি দাবি করেন নেতাকর্মীরা। তারা আরো বলে অনেক শান্তি সমাবেশ করেছি আর না, এখন থেকে হবে প্রতিবাদ সমাবেশ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!