প্রেমের টানে নেপাল থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন সানজু কুমারী খাত্রী (২০) নামে এক তরুণী। চার বছর ধরে মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করার সময় একে অপরের সঙ্গে চেনাজানা ও ভালোবাসা। সখীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হুমায়ন মিয়ার ছেলে নাজমুল ইসলামের (২৫) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সানজু। ১৫ দিন আগে ওই তরুণী নেপাল থেকে নাজমুলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। তাকে দেখার জন্য ভিড় করছেন অনেকে। সরেজমিন দেখা যায়, বাঙালি মেয়েদের মতো পোশাক পরে স্বাভাবিক কাজকর্ম করছেন নেপালি তরুণী। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন খাদিজা আক্তার। তিনি বাঙালি আচার-আচরণ ও পোশাক-পরিচ্ছেদ পরিধান করলেও ভাষাগত কিছু সমস্যায় আছেন। খাদিজার (সানজু) নেপালি ভাষা অনুবাদ করে নাজমুল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ আমার কাছে ভালো লেগেছে। নাজমুলকে অনেক ভালোবাসি। আমি আর নেপালে ফিরে যাব না। নাজমুল ইসলাম বলেন, আমি ওর প্রতি কৃতজ্ঞ। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই। নাজমুলের বাবা হুমায়ন মিয়া বলেন, ছেলের বউ দেখে আমরা খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।