বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা কমিটির অভিষক সভা অনুষ্ঠিত

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজলার বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা এর বার্ষিক বনভাজন ও নতুন কমিটির অভিষক সভা অনুষ্ঠিত হয়ছ। শুক্রবার সানারগাঁ বাংলাদশ লাক ও কারাশিল্প জাদুঘর সারা দিনব্যাপী বিভিন আয়াজনর মধ্য দিয় অনুষ্ঠান সম্পন হয়।
অনুষ্ঠানর শুভ উদ্বাধন করন সুপ্রিম কার্টর হাইকার্ট ডিভিশনর বিচারপতি মাঃ ফারুক। সংগঠনর সভাপতি এম এ জাহর মুন্সীর সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখন সাধারণ সম্পাদক আবু ইসহাক রাজু।
মাঃ কামরুল হাসান কনাল, মাকছদুর রহমান আবির ও বাহলুল আলমর সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখন ঢাকা বিশ্ববিদ্যালয়র অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ডলটা মডিকল কলজ হসপিটালর অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, মাঃ জসিম উদ্দিন এফসিএ, মিসস মরিনা আহম্মদ, ব্যারিস্টার রাশদ আহম্মদ নিশাদ, বিশ্বজিৎ সরকার বিষু, এডঃ আলী আশরাফ তাজু, শ্রীকাইল ইউপি চয়ারম্যান নজরুল ইসলাম, চাপিতলা ইউপি চয়ারম্যান কাইয়ুম ভূইয়া, বাবুটিপাড়া ইউপি চয়ারম্যান জাকির হাসন মুন্সি, নাজির আহম্মদ কাজল, এইচ এম হাবিবুল্লাহ সাহল।
এ সময় আরা উপ¯িত ছিলন, গাজী মাঃ আক্তারুজ্জামান, আব্দুল মামন, নিয়াজ মাঃ রিপন, জামাল সিদ্দিক, মাঃ বাহার খান, আবুল বাশার খদকার, মজিবুল হক, ইমরান খান, আনায়ার পারভজ, ফজলুল বারী বিল্লাল, কাজী সফিকুর রহমান, মিজানুর রহমান, আসলাম হাসন সরকার, আব্দুল্লাহ নজরুল, দিদার হাসন খান, মাঃ ইব্রাহিম, ইকবাল বাহার, আবু কাউছার আল-আমিন সরকার, সাহল সরকার, এম ক আই জাবদ, একএম সলিম প্রমূখ।
এসময় এম এ জাহর মুন্সীক সভাপতি ও আবু ইসহাক রাজুক সাধারণ সম্পাদক কর ৫১ সদস্য বিশিষ্ট বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা এর নতুন কমিটি ঘাষনা করা হয়। আলাচনা শষ প্রায় ৬শতাধিক বিভিন শ্রনী পশার লাকজনর উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিক হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!