শিরোনাম :
মসজিদে নতুন বিধিনিষেধ
- তারিখ : ০১:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / 424
এবারের রমজানে মসজিদে ইফতার ও সেহেরির আয়োজন করা যাবে না। সোমবার এই নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। করোনা মোকাবিলায় সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১০টি শর্ত মানার অনুরোধ জানানো হয়েছে মসজিদগুলোকে।
এতে আরো বলা হয়, মসজিদের প্রবেশদ্বারে স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। নিজ বাসায় ওযু করে সুন্নত নামাজ পড়ে আসতে হবে। মসজিদে বিছানো যাবে না কার্পেট, সঙ্গে আনতে হবে নিজ নিজ জায়নামাজ।
এছাড়া, কাতারে সামাজিত দূরত্ব নিশ্চিত করতেও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এসব নির্দেশনা মানা না হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে।










