মুরাদনগরে গাছ থেকে পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে পড়ে মোতালেব মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব মিয়া বাড়ির কাঁঠাল গাছের ডালা পার্শ্ববর্তী তাজুল ইসলামের বাড়ির সীমানার উপর যাওয়ার কারণে তাজুল ইসলাম গাছের ডালা গুলো কেটে ফেলার জন্য মোতালেব মিয়াকে অনেকদিন ধরেই চাপ দিতে থাকেন। ঘটনার দিন মোতালেব মিয়া কাঁঠাল গাছের ডাল কাটতে গেলে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের সাথে কথা বলেছি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!