মুরাদনগরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পশ্চিম সোনাউল্লাহ জয়ী

আরিফ গাজী :

“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে কুমিল্লার মুরাদনগরে সামাজিক সংগঠন নাগেরকান্দি-তিতাস যুব সমাজ এর আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলা সদরের তিতাস ব্রিজের পাশে জেলার হোমনা উপজেলার রঘুনাথপুর একাদশ বনাম মুরাদনগর উপজেলার পশ্চিম সোনাউল্লাহ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিশিষ্ট ব্যবসায়ী মো ইব্রাহিম ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

ফখরুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন খাঁন, উপ-পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম, এডভোকেট শহিদুল ইসলাম, নাট্যাভিনেতা তন্ময় সোহেল।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য ইসমাইল হোসেন, সমাজসেবক আব্দুল মুনাফ, সেকান্দর ব্যাপারী, যুবলীগ নেতা জিয়াউর রহমান, কবির হোসেন, যুবলীগ নেতা শামিম মিয়া, অহিদুল ইসলাম, আল আমিন খান, রতন দেবনাথ, আমজাদ হোসেন, সানাউল্লাহ সোহাগ, দেলোয়ার হোসেন মোল্লা প্রমূখ।

ফাইনালে রঘুনাথপুর একাদশ বনাম পশ্চিম সোনাউল্লাহ একাদশ মধ্যকার খেলার ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ০-০ গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ২-২ গোলে ড্র হলে গোল্ডেন হিটে পশ্চিম সোনাউল্লাহ একাদশ জয়ী হয়। পরে খেলার বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরষ্কার তুলে দেন আগত অতিথিরা। খেলা শেষে উপস্থিত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!