মোংলা বন্দর এলাকা থেকে নারী শিশুসহ ১২ রোহিঙ্গা আটক

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজ হতে বুধবার মধ্যরাতে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই বিভিন্ন বয়সের শিশু। আটককৃত রোহিঙ্গাদের বাগেরহাট জেলা প্রশাসনের মাধ্যমেই রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন বুধবার দিবাগত মধ্যরাতে ওই সকল রোহিঙ্গারা দিগরাজ বাজার মসজিদ এলাকায় ভিক্ষাবৃত্তি করছিল। এ সময় তাদের কথা-বার্তায় ভিন্নতা টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই এলাকা থেকে ওই রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো মো. জাবেদ (৩২), নুর বেগম (৩০), ফাতেমা (৩৩), রেশমী (১২), ইয়াছিন (৮), কাল্লে (৬), ইয়াছমিন (২), সৌমিন (১৩), ইয়াছমিন (১১), রশিদ (৮), শফিক (৪), রোকসানা (৩)। এরমধ্যে মো. জাবেদ ও নুর বেগমের ৪ শিশু সন্তান এবং জাবেদের বোন ফাতেমার রয়েছে ৫ ছেলে-মেয়ে।

মো. জাবেদ মায়ানমারের বাসিন্দা দাবি করে বলেন, গত পরশুদিন তারা ভারতের কলকাতা হয়ে বাংলাদেশে ঢুকেছেন। শুনেছেন রোহিঙ্গা ক্যাম্পে মোংলা থেকে নদী পথে যেতে সুবিধা, তাই তারা মোংলায় এসেছেন। এখন তারা রোহিঙ্গা ক্যাম্পেই যেতে চান।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!