লাকসামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে জখম

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পল্লী চিকিৎসক মোঃ মনির হোসেন মজুমদারকে রাতের আধাঁরে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন (নরপাটি) যুগিপাড়া তালতলা এলাকায়। সে ওইগ্রামের মৃত. বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মজুমদারের ছেলে।
জানা যায়, শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি কাছে যাওয়ার সময় হেলমেট পরিহিত অজ্ঞাত এক যুবক লোহার রড নিয়ে তার উপর অতর্কিত হামালা চালিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় মনিরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি বেসরকারি একটি হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহত মনির হোসেন বলেন, রাতের আধাঁরে হেলমেট পরিহিত ওই যুবককে চিনতে পারিনি। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির কারণে অনেকবারই দুর্বৃত্তদের কবলে পড়েছি। পাশাপাশি পারিবারিক কিছু সমস্যা রয়েছে। হয়তো তারাই আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!