লালমাইয়ে আ.লীগের শান্তি সমাবেশে মনির চৌধুরী সমর্থিত বিএনপির হামলার অভিযোগ

জয়নাল আবেদীন জয়।।

কুমিল্লার লালমাই উপজেলায় আ.লীগের শান্তি সমাবেশে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা। মনিরুল হক চৌধুরীর নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ আগষ্ট শনিবার ২:৩০ টায় লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় উন্দানিয়া চৌরাস্তায় বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রায়হান পাটোয়ারী, আ.লীগ নেতা আমির হোসেন, তুহিন, মীর হোসেন, আরজু, মাসুম, নোমান,

সাইফুল, কাউছার, সোহেল, কাকন, মামুন সহ ১৩ জন গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান।

এ ঘটনায় লালমাই উপজেলা আওয়ামীলীগ সাংবাদিক সম্মেলন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল খায়ের মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!