বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। মঙ্গলবার রাতে স্ক্যানার দু’টি বসানো হয়। এখন তিনটি থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যেসব দেশ করোনাভাইরাসে বেশি আক্রান্ত সেসব দেশ থেকে ফেরা যাত্রীদের গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে স্বাস্থ্যগত নানান তথ্যও। পুরো কার্যক্রমে সহযোগিতা করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
তবে গত ক’দিনের মতোই যাত্রীদের সংশয়, যথাযথ পরীক্ষা হওয়া নিয়ে। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে।