সদর দক্ষিণের দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সারওয়ার।
তিনি বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি ততো বেশি উন্নত। তাই শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। সর্বদা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসতে হবে। শিক্ষকদের সম্মান বজায় রেখে প্রতিষ্ঠানের সকল নিয়মনীতি মেনে চলতে হবে। আর শিক্ষকদেরও ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে। আনন্দের সাথে পাঠদান করাতে হবে। সর্বোপরী বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীকে আন্তরিকতার এগিয়ে আসতে হবে।

দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: কামাল উদ্দিন কামাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল,চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলেজ গর্ভনিংবডির সদস্য হাজী আবুল কালাম আজাদ সোহাগ। কলেজ সহকারী অধ্যাপক ইউসুফ আলী সখা ও প্রভাষক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: আবুল হাসেম, দিঘিরপাড় টি.আই.কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন আহম্মেদ শামিম, সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মোসা: মোহসেনা আক্তার, চৌয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু ইসহাক সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন। এ সময় নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ,চৌয়ারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম,যুবলীগ নেতা আনোয়ার হোসেন মজুমদার সোহেল, চৌয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহআলম, যুবলীগ নেতা মনির ফরাজী,জাহাঙ্গীর হোসেন,মো: শাখাওয়াত হোসেন শিমুল প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কলেজ শিক্ষার্থী খাদিজা আক্তার। মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!