সরকারের উন্নয়ন বিচার করে ভোট দিন, তাহলেই দেশ এগিয়ে যাবে – এমপি ইউসুফ আব্দুল্লাহ

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪তলা একাডেমিক ডিজিটাল ভবনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, বিগত দিনের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুরাদনগরে আমি যে উন্নয়ন করেছি তার বিচার করেই আপনারা ভোট দিয়েন। যদি আপনাদের বিচারে মনে হয় বিগত দিনের তুলনায় মুরাদনগরে বেশি উন্নয়ন হয়নি তাহলে আমাকে ভোট দেয়ার দরকার নেই। সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলব সরকারের উন্নয়নকে বিচার করে ভোট দিন, তাহলেই দেশ এগিয়ে যাবে।

শনিবার দুপুরে উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুন্সী গোলাম হাক্কানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক আব্দুল্লাহ, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইকবাল বাহার, বাঙ্গরা বাজার যুবলীগের আহ্বায়ক নাঈম খান, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!