সড়কে গাছ ফেলে বরযাত্রীবাহী বাসে ডাকাতি

পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় সড়কে গাছ ফেলে বিয়ে বাড়ীর বাস আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার সুহরী ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের চালক কালাম (৪০), হেলপার মামুন (৩০) এবং মাইক্রোবাসের চালক রাসেলকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বাসের যাত্রী সাবু দাস জানান, বরিশালের নলছিটি থেকে গলাচিপায় বরের বাড়িতে যাওয়ার পথে সুহরী ব্রিজের কাছে পৌঁছলে মুখোশধারী ডাকাতের দল গাছ ফেলে বাসটিকে আটকে দেয়। এসসময় মুখোশধারী ডাকাতের দল অস্ত্রের মুখে বাসের সকল যাত্রীকে জিম্মি করে লুট করে নিয়ে যায় স্বর্নালংকার, মোবাইলসেটসহ নগদ টাকা।

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, পুলিশ মা-মনি পরিবহন (ফরিদপুর-ঝ ১১-০০০২) বাসের চালক কালাম (৪০), হেলপার মামুন (৩০) এবং মাইক্রোবাসের চালক রাসেলকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

তিনি জানান, পটুয়াখালী জেলা পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!