১৩ জানুয়ারি: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) ‘বলতে পারো নাকি,

কার লেজ কেটে দিলে

প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে?’

উত্তর: ??

২) ‘মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে।

উত্তর: ??

৩) ‘রয় না আকাশে,

যাবে না চোখেও।

বাগানে চেয়ে দেখ,

তবুও সে হাসে।’

উত্তর: ??

৪) ‘রাস্তাঘাটে অনিচ্ছায়

সদাই করি ভক্ষণ,

বড়োর চেয়ে ছোটরাই

খায় বেশি সারাক্ষণ।’

উত্তর: ??

গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১) ‘বলতে পারো নাকি,

কার লেজ কেটে দিলে

প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে?’

উত্তর: ??

২) ‘মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে।

উত্তর: ??

৩) ‘রয় না আকাশে,

যাবে না চোখেও।

বাগানে চেয়ে দেখ,

তবুও সে হাসে।’

উত্তর: ??

৪) ‘রাস্তাঘাটে অনিচ্ছায়

সদাই করি ভক্ষণ,

বড়োর চেয়ে ছোটরাই

খায় বেশি সারাক্ষণ।’

উত্তর: ??

সঠিক উত্তর পাঠিয়ে দিন কমেন্ট বক্সে

আর জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!