কুমিল্লায় বিআরটিসি চট্টগ্রাম বিভাগীয় ডিপোর মিলন মেলা সম্পন্ন

এমদাদুল হক সোহাগ:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর চট্টগ্রাম বিভাগের সকল ডিপোর কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বার্ষিক মিলন মেলা শুক্রবার কুমিল্লার কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক বিআরটিসির রুপকার চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো: তাজুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির পরিচালক যুগ্ম সচিব ডক্টর অনুপম সাহা, জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মো: তারিকুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মো: জহিরুল হক, সিসিএন বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর এডমিন ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বাস ডিপোর ম্যানেজার আবদুল কাদের জিলানী সহ সোনাপুর, কক্সবাজার, চাঁদপুর, চট্টগ্রাম বাস, চট্টগ্রাম ট্রাক ডিপোর ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণ।

আলোচনায় বক্তারা বলেন, যে বিআরটিসি কর্মীদের বেতন দিতে পারতো না সেই ডুবন্ত বিআরটিসিকে টেনে তুলে আজ সম্মানজনক অবস্থানে এনে দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান তাজুল ইসলাম। আজ কর্মকর্তা-কর্মচারীরা মাসের ১ তারিখ বেতন পায়, সাথে শ্রান্তি বিনোদন ভাতা সহ কত ধরনের সুযোগ সুবিধা দিনদিন চালু হচ্ছে। জরাজীর্ণ বিআরটিসির সকল স্থাপনা অফিস আজ উন্নয়নের মডেল হয়ে গেছে। বিআরটিসির বৈপ্লবিক পরিবর্তনের কারনে কিছু কুচক্রী মহল আজকের বিআরটিসিকে টেনে ধরতে চায়, পেছনে নিয়ে যেতে চায়, আগের মতো লুটপাট চালাতে চায়। এসব কুচক্রী মহলকে মোকাবেলা করেই বিআরটিসি আরো সমৃদ্ধি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। তারা বিআরটিসির চেয়ারম্যানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, আগামি পাঁচ বছরেও আর কোন গাড়ি বসবেনা। যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিআরটিসি আজ যে স্থানে এসেছে সেখান থেকে পেছনে যাওয়ার কোন সুযোগ নেই। যতই ষড়যন্ত্র হউক, লাভ নেই বিআরটিসির অগ্রযাত্রা কেউ থামাতে পারবেনা। তিনি বলেন কক্সবাজারে নতুন ডিপো হয়েছে। প্রথম মাসেই তারা পাঁচ লাখ টাকা লাভ করেছে। ব্রাহ্মণবাড়িয়াতেও নতুন ডিপো হবে। বিআরটিসির মূল শক্তি হচ্ছে চালক-মেকানিক ও কর্মীরা। তাদের জন্য বিআরটিসি এগিয়ে যাচ্ছে। সর্বমহলে বিআরটিসি প্রশংসা কুড়িয়েছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন রাজধানীর শিল্পীরা। র্যাফল ড্র এর প্রথম পুরস্কার চেষ্ট ফ্রিজ সহ বিশটি আকর্ষনীয় পুরস্কার বিজয়ীদের মাঝে তুলে দেন বিআরটিসির চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!