কুমিল্লার মুরাদনগরে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

আরিফ গাজী :
দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এই পরিস্থিতিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে সরকারি উদ্যোগে চাল বিতরণের কার্জক্রম শুরু হয়েছে। মুরাদনগর সদর এলাকায় রবিবার (২৯ মার্চ) বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। এসময় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা সদর ইউপি সদস্য আক্তার হোসেন, ইউপি সদস্য ইদ্রিস মিয়া, উপসহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমূখ।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই জানান, উপজেলার ২২ ইউনিয়নে ১১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ইউনিয়নে ৫০০ কেজি করে বরাদ্দ রয়েছে। যার মধ্যে প্রতিটি ইউনিয়নে ৫০ জনকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ জানান, কোনও জনসমাগম না ঘটিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চাল দেওয়া হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!