কুমিল্লার সুয়াগাজীতে আবাসিক হোটেলে অভিযান, ১৭ নারী-পুরুষের সাজা

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে  সুয়াগাজী এলাকার ধানসিড়ি আবাসিক হোটেল থেকে ৬ নারীসহ ১৭ জন কে আটক করেছে। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারীকে ১৫ দিন এবং ১১ পুরুষকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান।

জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার নিউ ধানসিড়ি আবাসিক হোটেল মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান যৌথ অভিযান চালায়।

এ সময়  অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী, ৮ খদ্দের, হোটেলের ম্যানেজার-স্টাফসহ মোট ১৭ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ নারীকে ১৫ দিন এবং ১১ পুরুষকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তবে ওই আবাসিক হোটেল মালিক হিরণ মিয়াকে আটক করা যায়নি।  ১ মাসের কারাদণ্ড প্রাপ্তরা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাদৈর গ্রামের শামসুল মিয়ার ছেলে মো: মনির (৩০), একই উপজেলার উত্তর বাবুর্চি গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো: শামীম (২৪), ভাঙ্গাপুষ্কনী চৌমুহনীর হাসান মিয়ার ছেলে মো: শাহ আলম (২৫), জেলার সদর দক্ষিণ থানার নোয়াগ্রামের মোতালেব হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৭),

নাঙ্গলকোট উপজেলার শ্রীহাস্য গ্রামের মইন উদ্দিনের ছেলে জুয়েল (১৯), একই গ্রামের সফিউল্লাহর ছেলে মো: জোবায়েদ (১৮), চান্দিনা থানা আলিকামুড়ার পিরু মিয়ার ছেলে মো: আরিফ (২২), মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৬), ব্রহ্মণবাড়ীয়া জেলার বুরবুড়িয়া গ্রামের মৃত হারুনুর রশিদ এর ছেলে মো: বাকির (৩৮), আসাদ নগর এর জাহের মিয়ার ছেলে মো: শাহদাত (২৫), নাগাইশ এলাকার তারু মিয়ার ছেলে মো: কামরুল (২৩) এবং

১৫ দিনের কারাদণ্ড প্রাপ্তরা হলো, ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকার আবদুল খালেক এর মেয়ে সাদিয়া আক্তার (২৪), নাছিরনগর উপজেলার ফিরোজ মিয়ার মেয়ে আজমিরা আক্তার (৩২), ময়মনসিংহ জেলার গাফরগাও উপজেলার মো: আমীর হোসের এর স্ত্রী মোসা: মনোয়ারা খাতুন (৩৩),   কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা আড়াইওড়া গ্রামের কবির হোসেনের মেয়ে রিমা আক্তার (২৫), ঢাকা জেলার শ্যামপুর এলাকার আবদুল জব্বারের মেয়ে কাজল রেখা (৩৬),  স্টাফ কোয়াটার এলাকার আবুল বাশার এর মেয়ে লিমা (৩৫)।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম জানান, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!