১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লায় পুলিশে কাছ থেকে ছিনতাইকারী ভাইকে ছিনিয়ে নিলেন ইউপি চেয়ারম্যান

  • তারিখ : ১০:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • / 472

আরিফ গাজী।।

পুলিশের কাছ থেকে ছিনতাইকারী ভাইকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান শেখ জাকিরের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যা ৭টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শেখ জাকির বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আসামী আকরাম হোসেন (৩২) ওই চেয়ারম্যানের ছোট ভাই ও বাঙ্গরা গ্রামের শেখ রমিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় বাঙ্গরা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে চেয়ারম্যানের ছোট ভাই আকরাম হোসেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ফুয়াদ আল সাইদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয় ওই রাতেই। ঘটনার তদন্ত শেষে থানায় নিয়মিত মামলা রুজু হয় গত বৃহস্পতিবার বিকেলে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আকরাম হোসেনকে গ্রেফতার করতে বের হয়ে বাজারেই তাকে পেয়ে যায় পুলিশ।

তাকে আটক করে নিয়ে আসার সময় পথিমধ্যে লোক জন নিয়ে বেরিকেট দিয়ে পুলিশের কাছে ওয়ারেন্টের কপি দেখতে চায় চেয়ারম্যান জাকির হোসেন। পুলিশের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতি করে ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন সাথে থাকা লোক জনের সহায়তায় চেয়ারম্যান শেখ জাকির।

অভিযুক্ত চেয়ারম্যান শেখ জাকিরের কাছে এই বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছোট ভাই আকরামকে পুলিশ প্রেফতার করে নেয়ার সময় ওয়ারেন্টের কপি দেখতে চাওয়ায় এক কনেস্টেবল আমার বুকে লাথি মারলে আমি মাটিতে লুটিয়ে পরি। এর পর উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পরে যায়। এর পরের ঘটনা আমি আর বলতে পারছি না।’

বাঙ্গরা বাজার থানায় ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘চেয়ারম্যান শেখ জাকির সাহেবের ছোট ভাই আকরামের বিরুদ্ধে মামলা ছিলো। এসআই রনি চৌধুরি তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান ও তার লোকজন তাকে ছিনিয়ে নেয়। আমরা ফোর্স সংখ্যা বাড়িয়ে তাকে গ্রেফতারের চেষ্টায় আছি।’

শেয়ার করুন

কুমিল্লায় পুলিশে কাছ থেকে ছিনতাইকারী ভাইকে ছিনিয়ে নিলেন ইউপি চেয়ারম্যান

তারিখ : ১০:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

আরিফ গাজী।।

পুলিশের কাছ থেকে ছিনতাইকারী ভাইকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান শেখ জাকিরের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যা ৭টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শেখ জাকির বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আসামী আকরাম হোসেন (৩২) ওই চেয়ারম্যানের ছোট ভাই ও বাঙ্গরা গ্রামের শেখ রমিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় বাঙ্গরা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে চেয়ারম্যানের ছোট ভাই আকরাম হোসেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ফুয়াদ আল সাইদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয় ওই রাতেই। ঘটনার তদন্ত শেষে থানায় নিয়মিত মামলা রুজু হয় গত বৃহস্পতিবার বিকেলে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আকরাম হোসেনকে গ্রেফতার করতে বের হয়ে বাজারেই তাকে পেয়ে যায় পুলিশ।

তাকে আটক করে নিয়ে আসার সময় পথিমধ্যে লোক জন নিয়ে বেরিকেট দিয়ে পুলিশের কাছে ওয়ারেন্টের কপি দেখতে চায় চেয়ারম্যান জাকির হোসেন। পুলিশের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতি করে ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন সাথে থাকা লোক জনের সহায়তায় চেয়ারম্যান শেখ জাকির।

অভিযুক্ত চেয়ারম্যান শেখ জাকিরের কাছে এই বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছোট ভাই আকরামকে পুলিশ প্রেফতার করে নেয়ার সময় ওয়ারেন্টের কপি দেখতে চাওয়ায় এক কনেস্টেবল আমার বুকে লাথি মারলে আমি মাটিতে লুটিয়ে পরি। এর পর উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পরে যায়। এর পরের ঘটনা আমি আর বলতে পারছি না।’

বাঙ্গরা বাজার থানায় ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘চেয়ারম্যান শেখ জাকির সাহেবের ছোট ভাই আকরামের বিরুদ্ধে মামলা ছিলো। এসআই রনি চৌধুরি তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান ও তার লোকজন তাকে ছিনিয়ে নেয়। আমরা ফোর্স সংখ্যা বাড়িয়ে তাকে গ্রেফতারের চেষ্টায় আছি।’