- আপডেটঃ December, 5, 2022, 11:03 pm
- 282 ভিউ
মো. জাকির হোসেন।।
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৬ জন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ফরিজপুর এলাকায় সিএনজি চালিত অটো রিকশার সাথে জনতা পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাশ্ববর্তী সোন্দ্রম গ্রামের হাফেজ আবু নাঈম (৩০) নামে ১জন নিহত হয়।
নিহত আবু নাঈম জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় ৯মাসের শিশু, বউ শ্বাশড়ী ও সিএনজি ড্রাইবারসহ ৬ আহত হয়। আহত সবাই ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিস্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ও দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রকৃয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আরো পড়ুন....