বিএনপি নেতারা সবাই এখন গুপ্তস্থানে চলে গেছেন: তথ্যমন্ত্রী

বিএনপির নেতারা সবাই এখন গুপ্তস্থানে চলে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির নেতা রুহুল কবির রিজভী গুপ্ত জায়গা থেকে যখন-তখন হরতাল-অবরোধ ডাকছেন, এ সুযোগ কি সরকার তৈরি করে দিচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কেন করে দেবে? তিনিই তো গুপ্তস্থান থেকে করছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়েছে। সরকার অনেককেই খুঁজে পাচ্ছে না। বিএনপির নেতারাতো সবাই এখন গুপ্তস্থানে চলে গেছেন। রুহুল কবির রিজভীও গুপ্তস্থান থেকে নানা রকমের বক্তব্য দিচ্ছেন। অবরোধের ডাক দিচ্ছেন, অবরোধের নামে গাড়ি পোড়ানোর আহ্বান জানাচ্ছেন।’

তিনি বলেন, ‘যে দলে গাড়ি পোড়ালে, মানুষ পুড়িয়ে হত্যা করলে প্রমোশন হয় সেটিতো একটি সন্ত্রাসী সংগঠনের থেকেও জঘন্য একটি সংগঠন।’ যারা ট্রেনের লাইন কেটেছে তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে হাছান বলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা মনে করছেন রেললাইন কেটেছেন তাদের পুলিশ খুঁজে পাবে না। পুলিশ অবশ্যই তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

২৮ অক্টোবর বিএনপির পাশাপাশি অন্যান্য সমমনাদল ছিল, তারা কিন্তু জড়িত ছিল। তারা কিন্তু প্রকাশ্যে মিছিল-মিটিং করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ব্যাঙ অনেক ছোট, কিন্তু তার আওয়াজ অনেক বড়। আমাদের রাজনীতিতেও কিছু দল আছে ব্যাঙের মতো ছোট, কিন্তু আওয়াজ অনেক বড়। তারা নানা ধরনের কথা বলে।’

তিনি বলেন, ‘বিএনপিকে কেউ প্রকাশ্যে আসতে নিষেধ করেনি। তারা বিশ্ব মানবাধিকার দিবসের দিন নানা জায়গায় অনুষ্ঠান করেছে। আবার গর্তের মধ্যে লুকিয়ে গেছে। তাদের তো সরকার বা আওয়ামী লীগ বলেনি আপনারা গর্তের মধ্যে ঢুকে যান। যারা অপরাধ করে তারা গা-ঢাকা দেন। তারা অপরাধ করেছে এজন্য নিজেরাই গা-ঢাকা দিয়েছেন।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!