মুরাদনগরে ‘সম্প্রীতি সমাবেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে সাম্প্রদায়িক সৌহাদর্য অব্যাহত রাখার লক্ষ্যে উপজেলার জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ‘সম্প্রীতি সমাবেশ’ করেছেন উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহম্মেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহমেদ, নবীপুর (প:) ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, পূর্বধৈর পূর্বের ইউপি চেয়ারম্যান বনকুমার শিব, রহিমপুর অযাচক আশ্রমের প্রধান ডা: যুগল ব্রহ্মচারী, শ্রীকাইল কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ পোদ্দার, বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মো: জহিরুল ইসলাম, করিমপুর মাদরাসার শিক্ষা সচিব মুফতি মানসুর কবির, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা তাজুল ইসলাম, পীর কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, প্রাথমিক শিক্ষার কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আবু মুসা, নজরুল ইসলাম, ওমর ফারুক, বাবুল মিয়া, শরিফুল ইসলাম, রুহুল আমিন, আবদুল কাইয়ুম, জাকির হোসেন, আক্তার হোসেন, আবুল হাসেম, সফিকুল ইসলাম, সামাদ মাঝি, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আফজালের রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার প্রধান ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন কুড়াখাল মাদরাসার সুপার জসিম উদ্দিন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!