মুরাদনগরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

আরিফ গাজী :

যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্ত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। বেলা ৮টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়।

পরে বেলা ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিবল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআ’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, মুরাদনগর উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, যুদ্ধকালিন কমান্ডার গিয়াস উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, সদস্য ভিপি জাকির হোসেন, আফজালুন নেছা বাসেত, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শরিফুল ইসলাম, আবুল হাসেম, বাবুল মিয়া, সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক রহিম পারভেজ, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, কুলসুম হাসান মিতু প্রমূখ।

সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!