আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে আনুষ্ঠানিক ভাবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, বাঙ্গরা বাজার থানা পুকুর, মুরাদনগর সদরের বড় মাদরাসা পুকুর, রহিমপুর অযাচক আশ্রম পুকুর, ডুমুরিয়া, শুশুন্ডা ও নোয়াগঁাও এলাকার উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দেবিদ্বার মৎস্য খামার ব্যবস্থাপক মামুনুর রশীদ, দেবিদ্বার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাছির আহম্মেদ ভুইয়া, মুরাদনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, ক্ষেত্র সহকারী শাহপরান ও রফিক উদ্দিন আহম্মেদ প্রমুখ।
উক্ত ৮টি স্থানে এক লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ৫৫৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।