মুরাদনগরে ‘পিরানহা’ মাছ জব্দ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে বেচাবিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ চাষের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিষেক দাশ এ আদালত এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ধামঘর ইউনিয়নের নহল-চৌমুহনী বাজারের পাশে একটি মৎস প্রজেক্টে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ।

অভিযানকালে প্রজেক্টে জাল ফেললে নিষিদ্ধ পিরানহা মাছ দেখতে পায়। পরে ১০ মণ মাছ সহ গাইটুলি গ্রামের আজিজুর রহমানের ছেলে মাছ চাষি মিজানুর রহমানকে উপজেলায় নিয়ে আসে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে মিজানুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং পজেক্টের বাকি মাছগুলো আগামী দুই দিনের মধ্যে মৎস কর্মকর্তার উপস্থিতিতে ধরে ধ্বংস করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমান, মৎসজীবীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মৎসজীবীলীগের সদস্য সচিব রাজিব মুন্সিসহ উপজেলা মৎস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!