শিরোনাম :
বাঙ্গরায় ৭০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাহার আটক
- তারিখ : ০১:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / 338
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে ৭০০ পিস ইয়াবাসহ বাহার(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গনিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গণিপুর গ্রামের নুরে আলমের ছেলে।
জানা যায়, উপজেলার গনিপুরে মাদকের একটি বড় চালান এসেছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ শাহনেওয়াজ এর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ বাহারকে আটক করা হয়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।