অধ্যক্ষ যোবেদা খাতুন পারুলকে সালমা মজুমদার বিউটি’র সম্মাননা প্রদান
- তারিখ : ০৮:৪০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / 370
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক পাওয়ায় শনিবার নজরুল ইনিস্টিউট মিলনায়তনে
কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা মজুমদার বিউটি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সালমা মজুমদার বিউটি উপস্থিত সকলকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি ও সাধারণ সম্পাদক সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র সালাম ও শুভেচ্ছা পৌঁছান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন ও সুযোগ্য সাধারণ সম্পাদক মাহামুদা বেগম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম এর সঞ্চালনায় জেলা পরিষদের সম্মানিত মহিলা সদস্যবৃন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ১০টি উপজেলার মহিলা আওয়ামী লীগের মহিলা নেতৃবৃন্দ,উত্তর জেলার মহিলা নেত্রীবৃন্দ ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।