১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা সাউথ ও রোটার‍্যাক্ট ক্লাব অব ব্রিটানিয়া ইউনিভার্সিটির যৌথ অভিষেক

  • তারিখ : ০৯:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / 412

নিজস্ব প্রতিবেদকঃ

রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ এর অভিভাকত্বে রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা সাউথ ও রোটার‍্যাক্ট ক্লাব অব ব্রিটানিয়া ইউনিভার্সিটির যৌথ অভিষেক অনুষ্ঠান সাফল্য-২০২১ নগরীর হোটেল নুরজাহান মিলনায়তনে (৪ ডিসেম্বর) শনিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুই ক্লাবের অতীত সভাপতি রো: ফয়সাল আহাম্মেদ ও সদ্য বিদায়ী অতীত সভাপতি রো: আবদুর রহিম অনিক নবাগত সভাপতি রো: নাজমুল ইসলাম ও রো: তানভীর খান রাফসানকে কলার পরিধান করার মাধ্যমে এবং পূর্ণাঙ্গ বোর্ড মেম্বারদের আনুষ্ঠানিক পরিচিতি করিয়ে দেওয়ার মাধ্যমে অভিষিক্ত করা হয়। প্রোগ্রামের চেয়ারম্যান রো: মেহেদী হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্ণর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.ডি.জি রোটা: আতাউর রহমান পীর,ডি.আর.সি.সি রোটা: মিজানুর রহমান, ডি.আর.সি.সি ইলেক্ট রোটা: জুনায়েদ আলম, রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের প্রেসিডেন্ট রোটা: তাপস কুমার পাল, আর.সি.সি রোটা: আবদুস সালাম আহাম্মেদ, ডি.আর.আর রো: আল-আমীন সজিব, ডি.আর.আর ইলেক্ট রো: সাজ্জাদ হোসেন ও ডি.আর.আর নমিনি রো: শরীফুল ইসলাম অপু।

এছাড়াও উক্ত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপি রোটা: হায়তুন্নবী মজুমদার, ২২নং ওয়ার্ড কাউন্সিল পিপি রোটা: শাহআলম মজুমদার, পিপি রোটা: বিজয় রতন দেব নাথ, সিপি রোটা: টারজান, সিপি রোটা: মহিউদ্দিন তালুকদার, পি.ডি.আর.আর রোটা: নাফিজুল আলম, সাবেক আর.সি.সি রোটা: জাহাঙ্গীর হোসেন মইশান, রোটা: ইমন, এক্স রো: পিপি টুটুল, এক্স রোটা: পিপি কাজী ফারুক, পিপি রো: রিয়াদ, সিপি রো: শিহাব, প্রোগ্রাম কো-চেয়ারম্যান সিপি রো: ফারুক চৌধুরী এবং কুমিল্লা ও দেশের বিভিন্ন জেলা হতে আগত রোটার‍্যাক্ট নেতৃবৃন্দ এবং রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা সাউথ ও রোটার‍্যাক্ট ক্লাব অব ব্রিটানিয়া ইউনিভার্সিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা সাউথ ও রোটার‍্যাক্ট ক্লাব অব ব্রিটানিয়া ইউনিভার্সিটির যৌথ অভিষেক

তারিখ : ০৯:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ এর অভিভাকত্বে রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা সাউথ ও রোটার‍্যাক্ট ক্লাব অব ব্রিটানিয়া ইউনিভার্সিটির যৌথ অভিষেক অনুষ্ঠান সাফল্য-২০২১ নগরীর হোটেল নুরজাহান মিলনায়তনে (৪ ডিসেম্বর) শনিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুই ক্লাবের অতীত সভাপতি রো: ফয়সাল আহাম্মেদ ও সদ্য বিদায়ী অতীত সভাপতি রো: আবদুর রহিম অনিক নবাগত সভাপতি রো: নাজমুল ইসলাম ও রো: তানভীর খান রাফসানকে কলার পরিধান করার মাধ্যমে এবং পূর্ণাঙ্গ বোর্ড মেম্বারদের আনুষ্ঠানিক পরিচিতি করিয়ে দেওয়ার মাধ্যমে অভিষিক্ত করা হয়। প্রোগ্রামের চেয়ারম্যান রো: মেহেদী হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্ণর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.ডি.জি রোটা: আতাউর রহমান পীর,ডি.আর.সি.সি রোটা: মিজানুর রহমান, ডি.আর.সি.সি ইলেক্ট রোটা: জুনায়েদ আলম, রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের প্রেসিডেন্ট রোটা: তাপস কুমার পাল, আর.সি.সি রোটা: আবদুস সালাম আহাম্মেদ, ডি.আর.আর রো: আল-আমীন সজিব, ডি.আর.আর ইলেক্ট রো: সাজ্জাদ হোসেন ও ডি.আর.আর নমিনি রো: শরীফুল ইসলাম অপু।

এছাড়াও উক্ত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপি রোটা: হায়তুন্নবী মজুমদার, ২২নং ওয়ার্ড কাউন্সিল পিপি রোটা: শাহআলম মজুমদার, পিপি রোটা: বিজয় রতন দেব নাথ, সিপি রোটা: টারজান, সিপি রোটা: মহিউদ্দিন তালুকদার, পি.ডি.আর.আর রোটা: নাফিজুল আলম, সাবেক আর.সি.সি রোটা: জাহাঙ্গীর হোসেন মইশান, রোটা: ইমন, এক্স রো: পিপি টুটুল, এক্স রোটা: পিপি কাজী ফারুক, পিপি রো: রিয়াদ, সিপি রো: শিহাব, প্রোগ্রাম কো-চেয়ারম্যান সিপি রো: ফারুক চৌধুরী এবং কুমিল্লা ও দেশের বিভিন্ন জেলা হতে আগত রোটার‍্যাক্ট নেতৃবৃন্দ এবং রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা সাউথ ও রোটার‍্যাক্ট ক্লাব অব ব্রিটানিয়া ইউনিভার্সিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।