ঢাকায় নৌকা বেচাকেনা হয়, কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক:

নৌকা কীভাবে কিনল, কীভাবে বেচল তা আমি জানি না। কুমিল্লার যত প্রতিনিধি আছে, নেতৃবৃন্দ আছে কেউই জানেন না। ঢাকায় যে নৌকা বেচাকেনা হয়, আমিও আগে জানতাম না।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নং কালীরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীর এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) আনারস প্রতীক পাওয়ার পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনি এ ধরনের বক্তব্য দেন। এ সময় তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ করি, করব। আমি আনারস প্রতীক পাইছি।

কালির বাজারের প্রতিটি জনগণ আমার পক্ষে আছে। আমি ২০ বছর রানিং চেয়ারম্যান। আগামী নির্বাচনে আনারস প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে জনগণের সেবা করা সুযোগ দেওয়া হয়।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোননয়ন পেয়েছেন নুরুল ইসলাম (সিআইপি)। টানা তিন বারের চেয়ারম্যান ছিলেন মো. সেকান্দার আলী। তবে এ বছর আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। ফলে ‘বিদ্রোহী’ হিসেবে আনারস প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!