মোস্তাকিমুল নাফিস।।
মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গিকার নিয়ে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে (কান্দিরপাড় রোড) “হাংরি টাউন” রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) বাদ আসর মিলাদ ও দোয়ার মাধ্যমে রেস্টুরেন্ট’র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও নগরীর ২২নং আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ওয়াহিদুর রহমান মজুমদার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর শাহআলম মজুমদার, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গাজী সাদেকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, মাই টিভি কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক আবু মুসা।
“হাংরি টাউন” রেস্টুরেন্টের চেয়ারম্যান : আব্দুল হালিম, এক্সিকিউটিভ সেইফ এন্ড এম.ডি এহসান উদ্দিন ও ম্যানেজিং ডিরেক্টর ফখরুল হাসান মজুমদার এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মজুমদার বুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেন, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন মজুমদার, সাইফুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা শফিউল আজম শফি, সমাজ সেবক বশিরুল হাসান বাবুল, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহীন মজুমদার, ২২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক হানিফ মিয়া দুলাল, সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম রাসেল, কুমিল্লা ন্যাশনাল ক্লাব সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ফারুক চৌধুরী, সাবেক সহ-সভাপতি রিয়াজুল হক, বর্তমান সাধারণ সম্পাদক এনএইচ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি চৌধুরী, সদস্য বাবু,মেহেদীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।