শিরোনাম :
মুরাদনগরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার
- তারিখ : ০৯:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / 704
আরিফ গাজী।।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় শেখ জাকির হোসেনকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পর্যায়ক্রমে এ উপজেলায় যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছে সকলকে বহিষ্কার করা হবে। ৩১ জানুয়ারি উপজেলার ২১টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।