১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু কুমিল্লা স্টেডিয়ামে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশী অস্ত্র ও বুলেট উদ্ধার আইদি বাস সার্ভিস চালুর দাবিতে কুমিল্লায় শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান ওসমান হাদি আর নেই হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনে প্রভাব নিয়ে যা বললেন ইসি মাছউদ কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান

বিদ্যুতের দাম বাড়ালে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে- চরমোনাই পির

  • তারিখ : ১১:৪০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / 369

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপদে ফেলবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির যুক্তি তৈরি করবে। এর প্রভাবে সব পণ্যের দাম বহুগুণ বাড়বে।’ বুধবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবে এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চরমোনাই পির।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ খুব অসহায় জীবনযাপন করছে। দেশের খেটে খাওয়া মানুষ আজ অসহায় জীবনযাপন করছে। অথচ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এরমধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। আমরা বিইআরসিকে মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

চরমোনাই পির বলেন, দেশে দুর্নীতির হরিলুট শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে ৮ লাখ কোটি টাকা। এসব দুর্নীতি বন্ধ করলে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দামসহ কোনো কিছুরই দাম বাড়ানোর প্রয়োজন হবে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান চরমোনাই পির।

শেয়ার করুন

বিদ্যুতের দাম বাড়ালে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে- চরমোনাই পির

তারিখ : ১১:৪০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপদে ফেলবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির যুক্তি তৈরি করবে। এর প্রভাবে সব পণ্যের দাম বহুগুণ বাড়বে।’ বুধবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবে এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চরমোনাই পির।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ খুব অসহায় জীবনযাপন করছে। দেশের খেটে খাওয়া মানুষ আজ অসহায় জীবনযাপন করছে। অথচ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এরমধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। আমরা বিইআরসিকে মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

চরমোনাই পির বলেন, দেশে দুর্নীতির হরিলুট শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে ৮ লাখ কোটি টাকা। এসব দুর্নীতি বন্ধ করলে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দামসহ কোনো কিছুরই দাম বাড়ানোর প্রয়োজন হবে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান চরমোনাই পির।