মুরাদনগর গোমতী নদীর তীরে পানিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- তারিখ : ১১:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / 324
আরিফ গাজী।।
কুমিল্লার মুরাদনগরের গোমতী নদীর চরে হঠাৎ ভারতীয় পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া পানিবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সামগ্রী বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিতরণ করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। নবীপুর পশ্চিম ও ধামঘর ইউনিয়নের ৯০ টি পরিবারের মাঝে
এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয◌ে়ছে। খাদ্য সামগীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুড়া ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ।এবং গ্রাম পুলিশ দুলাল মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, গোমতী নদীর পানি বৃদ্ধির ফলে বঁাধের ভিতরে থাকা অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পরিদর্শন করে প্রাথমিকভাবে ৯০টি পরিবারের মাঝে খাদ্য
সামগ্রী বিতরণ করা হয়েছে। যেসব পরিবারগুলো পানিবন্দি হয়ে আছে আমরা সার্বক্ষণিক তাদের বিষয়ে খোঁজখবর রাখছি।