নিজস্ব প্রতিবেদক।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ- চট্র- নং-২০২৬) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে (২৬ জুন) রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে । ভোট গননা শেষে মধ্য রাতে সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোট ৫১১২ জন ভোটারের মধ্যে ১৯২৩ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আলী (দোয়াত কলম) প্রতীক নিয়ে ৯৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে হাজী কামাল হোসেন খন্দকার (আনারস) প্রতীক নিয়ে ১০০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরি সভাপতি পদে নির্বাচিত আজাদ হোসেন (সিলিং ফ্যান) প্রতীক নিয়ে ৮৪৭ ভোট পেয়েছেন, সিনিয়র সহ-সভাপতি পদে নাজমুল ইসলাম শামীম (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন , সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম (মোবাইল) প্রতীক নিয়ে ৪৭০ ভোট,ফিরোজ মিয়া (হকিষ্টিক) প্রতীক নিয়ে ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম (দেয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে হানিফ মিয়া বটগাছ প্রতীক নিয়ে ৮৫৪ ভোট, মোঃ আনোয়ার হোসেন বেবীট্যাক্সি প্রতীক নিয়ে ৪৮১ ভোট,
বাহার (ট্রাক) প্রতীক নিয়ে ৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সহ-প্রচার সম্পাদক পদে মোঃ নাসির উদ্দিন সহ বিভিন্ন প্রতীকে মোট ৩০ জন নির্বাচিত হয়েছেন।