কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের (১৮ তম ব্যাচ) এমবিবিএস ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সোমবার অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রাঃ লিঃ) চেয়ারম্যান ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে
প্রধান অতিথি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,মান সম্মত মেডিকেল শিক্ষার ব্যাপারে সেন্ট্রাল মেডিকেল কলেজ আপোষহীন। সবাইকে নৈতিক গুণ সম্পন্ন মানবিক ডাক্তার হতে হবে এবং এথিক্যাল প্র্যাকটিস করার মাধ্যমে চিকিৎসা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শফিকুর রহমান পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডাঃ হাবিবা চৌধুরী, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহ-সভাপতি (জিবি) আলহাজ্ব নুর উদ্দিন আহম্মদ। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ লিঃ) এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জাহাঙ্গীর হাসান,কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ বেলাল, পরিচালক ডাঃ আব্দুর রউফ সরকার,শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ফজলুল হক লিটন,মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মাহাবুব ইসলাম মজুমদার,এনাটমী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মুনিরা জহির, ফিজিওলজী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মুনতাসির ইসলামসহ কলেজ শিক্ষকমণ্ডলী।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!