০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

ঘণ্টা বাজালাম, ডেট দেন কবে খেলবেন

  • তারিখ : ০১:৫৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / 339

অনলাইন ডেস্কঃ
সংসদ সদস্য শামীম ওসমান স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সভা-সমাবেশ করার সুযোগ পেয়ে বিএনপি-জামায়াত বলছে রাজপথ দখলে নেব। সরকার উৎখাত করব বলে তারা হুমকি দেন। যারা আরেকটি পঁচাত্তর ঘটানোর হুমকি দেন তাদের উদ্দেশে বলতে চাই, ‘ডেট দেন কবে খেলবেন, কোথায় খেলবেন। আপনারা দেশ ধ্বংসের পক্ষে, আমরা খেলব দেশ গড়ার পক্ষে।
আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার পক্ষে, আমরা খেলব অসাম্প্রদায়িকতার পক্ষে। স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঘণ্টা বাজাব বলেছিলাম। আজ ঘণ্টা বাজালাম নারায়ণগঞ্জ থেকে। মনে রাখবেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
আমরা শেখ হাসিনার কর্মীরা লাখো লোক নিয়ে নারায়ণগঞ্জে প্রস্তুত আছি। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে খেলার জন্য নারায়ণগঞ্জের কর্মীরাই যথেষ্ট। ’
গতকাল শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে এক  জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জনসভায় লাখো মানুষের সমাগম
শামীম ওসমান বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান  দেশে এলেন। ২২টি সংগঠন গেল, গিয়ে বলল র‌্যাব এটা করেছে,  সেনাবাহিনী এটা করেছে। এটা কেন বলতে ভুলে গেলেন আমাদের দেশে ১৫ লাখ রোহিঙ্গা এসে বসে আছে। এ পুলিশ রাষ্ট্রের। সেনাবাহিনী আমাদের গর্ব।

এই র‍্যাবের ভূমিকা আপনারা অস্বীকার করতে চান?  রোহিঙ্গা ইস্যু তো সবচেয়ে বড় বিষয়। বার্মায় গিয়ে কেন বলেন না রোহিঙ্গা ফেরত নাও, নয় তো স্যাংশন দেওয়া হবে।

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, কোথায় ছিল সেই মানবাধিকার? ’৮১ সালে আমাদের নেত্রী যখন দেশে ফিরে কাকুতি-মিনতি করলেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়তে চান। গেটটা জিয়াউর রহমান খুলে দেননি। সেখানে বসে একটু কান্নার সময়ও দেননি। রাস্তার ধারে দাঁড়িয়ে শেখ হাসিনা আর্তনাদ করে কেঁদেছিলেন। আরেক বোন শেখ রেহানা তো কাঁদতেও পারেননি।

শামীম ওসমান বলেন, ‘আপাকে বললাম অনেক হয়েছে আমাদের ছুটি দেন। তিনি বললেন, তোদের স্বপ্ন পূরণ হয়েছে আমার স্বপ্ন পূরণ হয়নি। আমার স্বপ্ন হচ্ছে, বাবা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে, সেই স্বপ্ন পূরণ করতে হবে। তিনি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন। সেই শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এর পরও তিনি দমে যাননি। সেই নেত্রীর সন্তানেরাও দমে যাবে না।
একটি আফসোস রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করার পর প্রতিশোধ নিতে বড় ভাই সেলিম ওসমান একাই বের হয়ে নিরুদ্দেশ ছিলেন। বাবা গ্রেফতার হয়েছিলেন। খুব ছোট ছিলাম। আফসোস লাগত বঙ্গবন্ধু পরিবারের জন্য যদি কখনো সময় আসে জীবন দিতে আমরা প্রস্তুত থাকব। তাই তো সব সময় প্রস্তুত থাকি।

সূত্রঃ বিডি প্রতিদিন

শেয়ার করুন

ঘণ্টা বাজালাম, ডেট দেন কবে খেলবেন

তারিখ : ০১:৫৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

অনলাইন ডেস্কঃ
সংসদ সদস্য শামীম ওসমান স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সভা-সমাবেশ করার সুযোগ পেয়ে বিএনপি-জামায়াত বলছে রাজপথ দখলে নেব। সরকার উৎখাত করব বলে তারা হুমকি দেন। যারা আরেকটি পঁচাত্তর ঘটানোর হুমকি দেন তাদের উদ্দেশে বলতে চাই, ‘ডেট দেন কবে খেলবেন, কোথায় খেলবেন। আপনারা দেশ ধ্বংসের পক্ষে, আমরা খেলব দেশ গড়ার পক্ষে।
আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার পক্ষে, আমরা খেলব অসাম্প্রদায়িকতার পক্ষে। স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঘণ্টা বাজাব বলেছিলাম। আজ ঘণ্টা বাজালাম নারায়ণগঞ্জ থেকে। মনে রাখবেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
আমরা শেখ হাসিনার কর্মীরা লাখো লোক নিয়ে নারায়ণগঞ্জে প্রস্তুত আছি। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে খেলার জন্য নারায়ণগঞ্জের কর্মীরাই যথেষ্ট। ’
গতকাল শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে এক  জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জনসভায় লাখো মানুষের সমাগম
শামীম ওসমান বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান  দেশে এলেন। ২২টি সংগঠন গেল, গিয়ে বলল র‌্যাব এটা করেছে,  সেনাবাহিনী এটা করেছে। এটা কেন বলতে ভুলে গেলেন আমাদের দেশে ১৫ লাখ রোহিঙ্গা এসে বসে আছে। এ পুলিশ রাষ্ট্রের। সেনাবাহিনী আমাদের গর্ব।

এই র‍্যাবের ভূমিকা আপনারা অস্বীকার করতে চান?  রোহিঙ্গা ইস্যু তো সবচেয়ে বড় বিষয়। বার্মায় গিয়ে কেন বলেন না রোহিঙ্গা ফেরত নাও, নয় তো স্যাংশন দেওয়া হবে।

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, কোথায় ছিল সেই মানবাধিকার? ’৮১ সালে আমাদের নেত্রী যখন দেশে ফিরে কাকুতি-মিনতি করলেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়তে চান। গেটটা জিয়াউর রহমান খুলে দেননি। সেখানে বসে একটু কান্নার সময়ও দেননি। রাস্তার ধারে দাঁড়িয়ে শেখ হাসিনা আর্তনাদ করে কেঁদেছিলেন। আরেক বোন শেখ রেহানা তো কাঁদতেও পারেননি।

শামীম ওসমান বলেন, ‘আপাকে বললাম অনেক হয়েছে আমাদের ছুটি দেন। তিনি বললেন, তোদের স্বপ্ন পূরণ হয়েছে আমার স্বপ্ন পূরণ হয়নি। আমার স্বপ্ন হচ্ছে, বাবা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে, সেই স্বপ্ন পূরণ করতে হবে। তিনি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন। সেই শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এর পরও তিনি দমে যাননি। সেই নেত্রীর সন্তানেরাও দমে যাবে না।
একটি আফসোস রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করার পর প্রতিশোধ নিতে বড় ভাই সেলিম ওসমান একাই বের হয়ে নিরুদ্দেশ ছিলেন। বাবা গ্রেফতার হয়েছিলেন। খুব ছোট ছিলাম। আফসোস লাগত বঙ্গবন্ধু পরিবারের জন্য যদি কখনো সময় আসে জীবন দিতে আমরা প্রস্তুত থাকব। তাই তো সব সময় প্রস্তুত থাকি।

সূত্রঃ বিডি প্রতিদিন