আরিফ গাজী।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তরব আলী (৬৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন নৈশ প্রহরী। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নৈশ প্রহরী তরব আলী গাংগাটিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও আহত কামাল মিয়া (৪২) একই গ্রামের মতিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মুরাদনগর উপজেলা সদর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স বাখরাবাদ বাজারে এসে বামে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিউটিতে থাকা দুই নৈশ প্রহরীকে চাপা দেয়। এতে নৈশ প্রহরী তরব আলী ঘটনাস্থলেই মারা যান।
অপরজনকে গুরুতর আহত অবস্থায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে আছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।