১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লায় রোডমার্চ ঘিরে চাঙা বিএনপি

  • তারিখ : ০৩:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / 537

কুমিল্লায় রোডমার্চকে ঘিরে চাঙা হয়ে উঠেছে বিএনপি। তারুণ্যের এই রোডমার্চে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার নেতাকর্মী এরই মাঝে নানান প্রস্তুতি গ্রহণ করেছেন। কুমিল্লা উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপিতে চলছে সাংগঠনিক তৎপরতা। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কে হাজার হাজার ব্যানার-ফেস্টুন এবং বিলবোর্ড টানানো হয়েছে।

এদিকে রোডমার্চকে ঘিরে কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীরাও মাঠে দৌড়ঝাঁপ করছেন। লাখো নেতাকর্মীর অংশগ্রহণে এই রোডমার্চ নিয়ে দলের অভ্যন্তরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অপরদিকে আয়োজকরাও তাদের কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লায় দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে অনেকটাই বেকায়দায় বিএনপি। দলীয় কোনো কর্মসূচি স্বাধীনভাবে পালন করতে পারেননি দলটির নেতাকর্মীরা। মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে কিছুটা তৎপর থাকলেও উপজেলা পর্যায়ে দলের নেতাকর্মীরা ছিলেন একেবারেই কোণঠাসা। তবে তারুণ্যের রোডমার্চকে ঘিরে চাঙা হয়ে উঠেছে দলটি। মুক্তভাবে বৃহৎ পরিসরে এ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না কোনো নেতাকর্মীই। এতে প্রত্যাশার চেয়েও অধিকসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি।

এদিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চে অংশগ্রহণ করার জন্য জেলার প্রতিটি উপজেলাসহ সব ইউনিটের নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক চালিয়ে যাচ্ছেন। সব নেতাকর্মীর ফেসবুক পেজে রোডমার্চ নিয়ে নানা ধরনের স্ট্যাটাস লক্ষ করা গেছে।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘রোডমার্চ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের উৎসাহের কমতি নেই। পাশাপাশি সাধারণ জনগণও এ কর্মসূচিতে ব্যাপক হারে অংশগ্রহণ করবে। তারুণ্যের এই রোডমার্চ কর্মসূচি থেকে ভোট চোর এই অবৈধ সরকারকে লাল কার্ড দেখানো হবে।’

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, ‘লাখ লাখ নেতাকর্মী আর জনসাধারণে মুখরিত হবে রোডমার্চ। দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। সরকার পতনের একদফা দাবি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘সব কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, এই রোডমার্চ কর্মসূচি সফল করার মধ্য দিয়ে অবৈধ এ সরকারের পতন ত্বরান্বিত করা হবে।’

শেয়ার করুন

কুমিল্লায় রোডমার্চ ঘিরে চাঙা বিএনপি

তারিখ : ০৩:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

কুমিল্লায় রোডমার্চকে ঘিরে চাঙা হয়ে উঠেছে বিএনপি। তারুণ্যের এই রোডমার্চে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার নেতাকর্মী এরই মাঝে নানান প্রস্তুতি গ্রহণ করেছেন। কুমিল্লা উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপিতে চলছে সাংগঠনিক তৎপরতা। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কে হাজার হাজার ব্যানার-ফেস্টুন এবং বিলবোর্ড টানানো হয়েছে।

এদিকে রোডমার্চকে ঘিরে কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীরাও মাঠে দৌড়ঝাঁপ করছেন। লাখো নেতাকর্মীর অংশগ্রহণে এই রোডমার্চ নিয়ে দলের অভ্যন্তরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অপরদিকে আয়োজকরাও তাদের কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লায় দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে অনেকটাই বেকায়দায় বিএনপি। দলীয় কোনো কর্মসূচি স্বাধীনভাবে পালন করতে পারেননি দলটির নেতাকর্মীরা। মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে কিছুটা তৎপর থাকলেও উপজেলা পর্যায়ে দলের নেতাকর্মীরা ছিলেন একেবারেই কোণঠাসা। তবে তারুণ্যের রোডমার্চকে ঘিরে চাঙা হয়ে উঠেছে দলটি। মুক্তভাবে বৃহৎ পরিসরে এ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না কোনো নেতাকর্মীই। এতে প্রত্যাশার চেয়েও অধিকসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি।

এদিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চে অংশগ্রহণ করার জন্য জেলার প্রতিটি উপজেলাসহ সব ইউনিটের নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক চালিয়ে যাচ্ছেন। সব নেতাকর্মীর ফেসবুক পেজে রোডমার্চ নিয়ে নানা ধরনের স্ট্যাটাস লক্ষ করা গেছে।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘রোডমার্চ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের উৎসাহের কমতি নেই। পাশাপাশি সাধারণ জনগণও এ কর্মসূচিতে ব্যাপক হারে অংশগ্রহণ করবে। তারুণ্যের এই রোডমার্চ কর্মসূচি থেকে ভোট চোর এই অবৈধ সরকারকে লাল কার্ড দেখানো হবে।’

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, ‘লাখ লাখ নেতাকর্মী আর জনসাধারণে মুখরিত হবে রোডমার্চ। দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। সরকার পতনের একদফা দাবি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘সব কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, এই রোডমার্চ কর্মসূচি সফল করার মধ্য দিয়ে অবৈধ এ সরকারের পতন ত্বরান্বিত করা হবে।’