কুমিল্লার ভূশ্চি বাজারে ইউপি মেম্বারকে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণ

কুমিল্লা লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালের উপর হামলা চালিয়ে পিটিয়ে ডান পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। আউয়াল মেম্বার বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্রে জানা যায়, বুধবার কুমিল্লা লালমাই উপজেলার ভূশ্চি বাজারস্থ ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদে আসেন ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল। দুপুর আড়াইটার দিকে পরিষদের সামনে থেকে ১৫/২০ জনের মুখোশধারী বাহিনী আব্দুল আউয়াল মেম্বারকে ঢেকে নিয়ে পিটিয়ে ডান পা ভেঙ্গে দেয়। এছাড়া আউয়াল মেম্বারকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলাজখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় আব্দুল আউয়াল মেম্বারের পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে আউয়াল মেম্বারের উপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এবিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার ক্ষমতা কোন ব্যক্তিকে দেয়া হয়নি। ইউপি মেম্বারের উপর হামলা বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!