জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও আমরা ধৈর্য্য ধারণ করেছি। আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি।

তিনি বলেন, সারা দেশে কোথাও আমাদের কর্মীরা বালুমহাল, জলমহাল, হাট-বাজার,বাসস্ট্যান্ড, ফুটপাত দখলে ঝাপিয়ে পড়েনি। আমাদের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করছে না। কারণ তারা জানে এগুলো হারাম। আর কোনো রাজনৈতিক কর্মী এসব অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না। আর যদি কেউ ভুলক্রমে যুক্ত হয়েও যান, তাহলে শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখিয়ে বিরত থাকুন।

জামায়াত আমির বলেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। তবে যারা মানুষ খুন করেছে, গুম করেছে তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বালুরমাঠে আয়োজিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, যারা আমাদের বিনা ভিসায় অন্যদেশে পাঠিয়ে দিতেন, আজ তারাই বিনা ভিসা ও টিকিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদেরকে বলবো, দেশে আসুন। এসে দেখে যান কী করে গেছেন৷

জামায়াত আমির বলেন, দেশের একটি জায়গা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। সেটি হচ্ছে নেতৃত্ব। তাই নেতৃত্বে যারা থাকবেন তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে। নিজের পরিবর্তনের চেয়ে জাতির পরিবর্তনের প্রচেষ্টা চালাবেন। রাজনীতিবিদদের দলের চেয়ে দেশকে প্রাধ্যন্য দিতে হবে। রাজনীতিতে ধোকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত এবং বিরক্ত। জনগণ আর এমন দেখতে চায় না।

তিনি বলেন, জামায়াত দেশের দায়িত্ব পেলে সর্বাগ্রে শিক্ষাকে গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে সার্টিফিকেটের সঙ্গে শিক্ষার্থীদের হাতে কাজ ধরিয়ে দেওয়া হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
error: ধন্যবাদ!