নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার সদর দক্ষিণের উলুরচরে অভিযান চালিয়ে আরমান হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২ টি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উলুরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আরমান হোসেন (২৬) নামক ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে । এ সময় আসামীর হেফাজত হতে ২ টি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আরমান হোসেন (২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেন এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কায়দায় অপরাধ সংগঠিত করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।