দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান
- তারিখ : ০৪:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 40
সাখাওয়াত হোসেন, সদর দক্ষিণ
দীর্ঘ দুই যুগ পর কুমিল্লা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল ২৫ জানুয়ারি রোববার তিনি কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী ফুলতলীতে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক জনসভা করছেন। এরই অংশ হিসেবে কুমিল্লায় এই সফর। এই সফরকে ঘিরে জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর একদিকে যেমন দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও দৃঢ় করবে, অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।
সরেজমিনে গিযে দেখা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় ধানী জমিতে চলছে মঞ্চ নির্মাণের কাজ। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কুমিল্লা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ জেলা ও মহানগর নেতাকর্মীরা সভাস্থল পরিদর্শন করছেন। বিএনপির দলীয়সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো, সাউন্ড সিস্টেম স্থাপনসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পাশাপাশি শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল এবং দলীয় নিরাপত্তা টিম দায়িত্ব পালন করবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুব আলম চৌধুরী জানান, কুমিল্লায় তারেক রহমানকে তারা সরাসরি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তারেক রহমানের সফরকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
তারেক রহমানকে চোখের সামনে এক নজর দেখা এবং হাত মেলানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছেন কুমিল্লার মানুষ।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, দীর্ঘ প্রায় দুই যুগ বিরতির পর প্রিয় নেতা তারেক রহমানের সরাসরি উপস্থিতি কুমিল্লার নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। কুমিল্লার সুয়াগাজী জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই জনসভায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে জানান তিনি।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর সরাসরি দলীয় প্রধানের উপস্থিতি দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে।









