সাংবাদিক আরিফকে নির্যাতনের ঘটনায় তিন প্রশাসনিক কর্মকর্তা প্রত্যাহার

কুড়িগ্রামে সাংবাদিক আরিফকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম জেলা প্রশাসনের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব কে এম আল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

অভিযুক্ত ওই তিন কর্মকর্তা হলেন, বিতর্কিত সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলাম।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে তুলে নিয়ে যাওয়া হয় আরিফুল ইসলামকে। এসময় তার বাসা থেকে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। রোববার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে আবার জামিন দেয়া হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!