শিরোনাম :
রাতেই কার্যকর হচ্ছে বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি
- তারিখ : ০৬:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / 797
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় রাতেই কার্যকর হতে যাচ্ছে। এ জন্য প্রস্তুত করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ।
সূত্র জানায়, মাজেদের ফাঁসি কার্যকর হলে এটিই হবে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি।
কারাগার সূত্র জানায়, এরইমধ্যে মঞ্চটি ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। সম্পন্ন প্রস্তুত রয়েছে ফাঁসি কার্যকরের জন্য। প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে জল্লাদেরও। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ফাঁসি কার্যকরের সময় পেলে মহড়া করা হবে।
গতকাল মাজেদের সঙ্গে স্ত্রী সালেহা বেগমসহ তার পরিবারের পাঁচ সদস্য দেখা করেছেন।