কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭১ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের ১২ জনের মধ্যে ১০ জনই মুরাদনগর উপজেলার। বাকী ২ জন নাঙ্গলকোট উপজেলার। আর মৃত্যুবরণ করেছেন ১ জন।
বুধবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৭১ জন আর মৃত্যুবরন করেছেন ০৯ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১৭১ জনের মধ্যে নতুন ৬ জন সহ মোট ৩৯ জন সুস্থ্য হয়েছেন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবীদ্বারে ৪২ জন, মুরাদনগরে ২৯ জন, লাকসামে ১৪ জন, চান্দিনায় ১২ জন, তিতাসে ১১ জন, বরুড়ায় ১০ জন, নগরীতে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচং এ ৮ জন, মনোহরগঞ্জে ৫ জন, সদর দক্ষিনে ৩ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, আদর্শ সদরে ২ জন, মেঘনায় ২ জন, লালমাইয়ে ২ জন, নাঙ্গলকোট- ৪ জন, চৌদ্দগ্রামে ২ জন ,কুমিল্লা মেডিক্যাল কলেজে ১জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১ জন সহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৭১ জন ।