বাঙ্গরায় কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিলো যুবলীগ
- তারিখ : ১০:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / 505
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)’র নির্দেশনায় দরিদ্র কৃষকের ধান কেটে তা মাথায় করে বাড়ী পৌঁছে দিলো বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সদস্যরা।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা গ্রামে করোনার প্রাদুর্ভাবে অর্থ ও শ্রমিক সংকটে পরা কৃষক জয়দল হোসেনের এক একর জমির ধান কেটে তা বাড়ী পৌঁছে দেয়া হয়।
উপজেলার বাঙ্গরা বাজার থানা যুবলীগের উদ্যোগে বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বিপ্লব সরকারের নেতৃত্বে এসময় ধান কাটায় অংশ নেন বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য শাহিন ভূই্য়া, সদস্য ইকবাল হোসেন মোল্লা, যুবলীগ নেতা হাবিব সরকার, বাদল সুত্রধর, স্বাধীন বাবু, কবির হোসেন, সাদ্দাম, বাবুল, রতন, হাবিব, রাব্বি, ছালাউদ্দিন, স্বপন, বাবন প্রমুখ।
ধনপতিখোলা গ্রামের কৃষক জয়দল হোসেন বলেন, একদিকে ক্ষেতের ধান পাইক্কা গেছে কামলা পাই না। আবার যদিও কামলা পাই তাদের খরচের কথা হুনলে মনে হয় সব ধান বেইচ্চাও দেয়া সম্ভব না। খুব বিপদের মইধ্যে আছিলাম। এলাকার পোলারা ধান কাইট্টা দিয়া আমারে উদ্ধার কইরা দিছে।
বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বিপ্লব সরকার বলেন, আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশে ও বাঙ্গরা বাজার থানা যুবলীগের উদ্যোগে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকের ধান কেটে তা মাথায় করে বাড়ী পৌঁছে দিচ্ছি।