কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৩ জন,মোট আক্রান্ত ১৪১৩ জন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলায় শনিবার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৩ জনে। আজকে সুস্থ্য হয়েছেন ৮ জন। তারা দেবিদ্বারের বাসিন্দা।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে লাকসামে ১ জন, দেবিদ্বারে ১ জন, বুড়িচংয়ে ২ জন, মুরাদনগরে ২ জন, লালমাইয়ে ১ জন, আর্দশ সদরে ২ জন ও সিটি করপোরেশনে ১৪ জন।

শনিবার (৬ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৮৭ জন, মুরাদনগর ১৬৩ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৪৩ জন, লাকসামে ১০৩ জন, চান্দিনায় ১২০ জন, তিতাসে ৩০ জন, দাউদকান্দিতে ৪০ জন,বরুড়ায় ২৮ জন, বুড়িচংয়ে ৯৭ জন, মনোহরগঞ্জ ২২ জন, ব্রাহ্মণপাড়ায় ৩০ জন,নাঙ্গলকোটে ৭৩ জন, হোমনায় ২২ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩২ জন, লালমাইয়ে ১২ জন, চৌদ্দগ্রামে ৯৭ জন, আদর্শ সদরে ৭২ জন, মেঘনায় ২১ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জনসহ জেলায় আক্রান্ত মোট ১ হাজার ৩৯০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১১ হাজার ৫৬৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ১০৪ জনের। এর মধ্যে ১ হাজার ৪১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৪০ জন এবং সুস্থ হয়েছে মোট ২০২ জন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!