নিজস্ব প্রতিবেদক ::
কুমিল্লায় নতুন করে একদিনে ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৪৩০ জন। নতুন মৃত্যু ১ জন। মোট মৃত্যুবরন করেছে ৪১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে হোমনা- ৪, ব্রাহ্মণপাড়া- ৩, দেবিদ্বার- ৪, চান্দিনা- ৩, মনোহরগঞ্জ- ২, দাউদকান্দি- ১, তিতাস- ১,বরুড়া- ১ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৪৩০ জন সর্বমোট মৃত্যুবরন করেছেন ৪১ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে নতুন ১৫ জন সহ মোট ২১৭ জন সুস্থ্য হয়েছেন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ১১৯১০ জন ও রিপোর্ট পাওয়া গেছে ১০৩২৮ জনের।